রাস্তায় ছড়িয়ে প্রচুর রেশন কার্ড, চাঞ্চল্য চোপড়ায়

রাস্তায় গড়াগড়ি খাচ্ছে রেশন কার্ড। যত্রতত্র ছড়িয়ে রয়েছে। কুড়িয়ে নিয়ে যাচ্ছে স্থানীয় স্কুল পড়ুয়ারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়।
প্রত্যক্ষদর্শীদের কথায়, ‘বুধবার রাস্তার ধারে রেশন কার্ডগুলি গড়াগড়ি করছে। শিশুরা যে যার মতো তুলে নিয়ে যাচ্ছে।‘ ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুন কার্ড ডাক যোগের মাধ্যমে ডেলিভারি হয়। বিডিও সমীর মণ্ডল বলেন, ‘এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খাদ্য দফতরের নজরে আনা হয়েছে। এলাকায় তদন্তকারী দল যাবে। খতিয়ে না দেখা পর্যন্ত এখনই কিছু বলা যাচ্ছে না।‘