শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুয়ারে সরকার ক্যাম্পে রং গেরুয়া, ভেস্তে গেল শিবির

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৩, ২০২৩
news-image

গোপনতার কিছু নেই। এ এক রঙের লড়াই। নীল সাদা বনাম গেরুয়া। সরকারি অর্থে হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পেও রাজনৈতিক রং। দুয়ারে সরকার শিবির। বুধবার তা ভেস্তে গেল মণ্ডপের রং গেরুয়া হওয়ায়। যার জেরে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মালদার গাজোল থানার আলাল গ্রাম পঞ্চায়েতের ময়না নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ঘটনা।

বুধবার দুয়ারে সরকার শিবির বসার কথা ছিল মালদার গাজোলের আলাল পঞ্চায়েত এলাকায়। কিন্তু সেই শিবির শেষ পর্যন্ত বাতিল করে দেওয়া হয়। বিজেপির পঞ্চায়েত প্রধান উমা মণ্ডলের অভিযোগ, শিবিরের প্যান্ডেলের গেরুয়া রংয়ের কাপড় লাগানো হয়েছে বলেই শিবির বাতিল করে দেওয়া হয়েছে।

বিজেপির অভিযোগ, তৃণমূলের চক্রান্তে দুয়ারে সরকার শিবির এদিন স্থানীয় প্রশাসন বাতিল করে দিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, সরকারি কর্মসূচি সরকারি নির্দেশে বন্ধ হয়েছে, এতে তৃণমূলের কোনও হাত নেই।