আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত আপাতত নুসরতকে আদালতে হাজির হতে হবে না

সাংসদ এবং অভিনেত্রী হিসাবে কাজের চাপ প্রচুর, তাই আদালতের হাজিরা দেওয়া থেকে কিছুদিনের জন্য রেহাই চেয়েছিলেন নুসরত জাহান। সোমবার তাঁর সেই আবেদন মঞ্জুর করল নিম্ন আদালত।
গত সপ্তাহেই নুসরৎকে মঙ্গলবার সমন করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নুসরতের আইনজীবী জানিয়েছেন, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত আপাতত তাঁকে আদালতে হাজির হতে হবে না। তবে তার পর বসিরহাটের তৃণমূল সাংসদ তথা টলিউডের অভিনেত্রী নুসরতকে যদি আদালত হাজিরা দিতে বলে, তবে তিনি আদালতে আসবেন বলে জানিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
সোমবার আলিপুর জাজেস কোর্টে শুনানি ছিল নুসরতের মামলার। তাঁর বিরুদ্ধে যে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, তার ভিত্তিতেই সাংসদ অভিনেত্রীকে আদালতে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করতে বলা হয়। সেই বিষয় নিয়ে আলিপুর জাজেস কোর্টের দারস্থ হয় নুসরত। সোমবার সেই মামলার শুনানি ছিল।
নুসরতের আইনজীবী আদালতকে জানান, সাংসদ এবং অভিনেত্রী হিসাবে তাঁর কাজের চাপের জন্য তিনি হাজিরা দিতে পারছেন না। এ ব্যাপারে তাঁকে হাজিরা থেকে আরও কিছু রেহাই দেওয়ার কথাও বলেন নুসরতের আইনজীবী।