রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এক সাথে ৩ টি বাঘের দর্শন পেলেন পর্যটকরা

News Sundarban.com :
সেপ্টেম্বর ৯, ২০২৩
news-image

বিশ্লেষণ মজুমদার, সুন্দরবন:  আবারো তিন তিনটি রয়্যাল বেঙ্গল টাগারের দেখা মিললো সুন্দরবনে। একসাথে সুন্দরবনের ম্যানগ্রোভের জঙ্গলে উঁকি দিচ্ছে তিনটি বাঘ। তিনটে বাঘ কে একসাথে দেখতে পেয়ে যথেষ্টই উৎফুল্ল পর্যটকরা। বৃহস্পতিবার তিনটি বাঘ কে একসাথে সুন্দরবনের জঙ্গলে ক্যামেরাবন্দি করেন পর্যটকদের একটি দল।

সুন্দরবনের সজনেখালির জঙ্গলে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। অন্যান্য বন্য জীবজন্তুর দেখা পাওয়া গেলেও এখানে বাঘের দর্শন পাওয়া যথেষ্ট ভাগ্যের ব্যাপার। আর সেখানে এবার দেখা গেল তিনটি রয়েল বেঙ্গল টাইগার কে। মূলত বাঘ বিশেষজ্ঞরা যেটা মনে করছেন এই তিনটি রয়্যাল বেঙ্গল এর মধ্যে একটি বাঘিনী ও দুটি বাচ্চা। বাচ্চা গুলির বয়স এক বছরের কাছাকাছি। তারা এখনো পরিপূর্ণ বাঘ হয়ে ওঠেনি। ইতিমধ্যেই তাদেরকে নিয়ে নদীতে নেমে সাঁতার শেখানোর কাজ করছে বাঘিনী। যা সুন্দরবনের জঙ্গলের বাঘিনীরা বাচ্চাদেরকে করে থাকে। বাঘিনী কে নিয়ে বাচ্চাদের জলে নামানো এবং সাঁতার শেখানোর জন্যই তিন টি বাঘ কে একসাথে দেখা গেছে। এ বিষয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জাস্টিন জোন্স বলেন, সুন্দরবনের জঙ্গলের তিনটি বাঘ কে দেখা যাওয়ার ঘটনা সামনে এসেছে। গত বছর একইরকম ভাবে তিনটি বাঘকে দেখা গেছিল সুন্দরবনের পিরখালীর জঙ্গলে। এবার সজনেখালীতে দেখা গেল। সুন্দরবনের জঙ্গলে বাঘের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এই ঘটনা তারই প্রমাণ করে।

বর্ষাতে সুন্দরবনে চলছে ইলিশ উৎসব। সপ্তাহের শেষ ছুটির দিনগুলিতে সুন্দরবনের পর্যটন কেন্দ্র গুলিতে ভিড় বাড়ে চলেছে প্রতিনিয়ত। ছুটির দিনে বাঘের দর্শন। তাও আবার বর্ষাতে একেবারেই অন্য মাত্রা পেয়েছে সুন্দরবনের পর্যটন কেন্দ্র সজনেখালি।