শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কলকাতায় ৩ শতাংশ হারে জিএসটি যোগ করলে ৪১ হাজার টাকা ছাড়াবে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম

News Sundarban.com :
জানুয়ারি ৪, ২০২০
news-image

 অশোধিত তেলের পাশাপাশি বিশ্বজুড়ে সোনার দামও চড়তে শুরু করেছে। ইরানে মার্কিন হামলার পর থেকেই প্রভাব পড়ে সোনার বাজারে। শনিবার কলকাতায় ১০ গ্রাম সোনা দাম একধাক্কায় বাড়ল সাড়ে ৮০০ টাকা। ৩ শতাংশ হারে জিএসটি যোগ করলে ৪১ হাজার টাকা ছাড়াবে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম।

কলকাতায় গহনা সোনার দাম একধাক্কায় ৮০০ টাকার মতো বেড়েছে। ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের চাপান-উতর অব্যাহত থাকলে বাজার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুক্রবার বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কাদ্স ফোর্সের জেনারেল  কাসেম সোলেমানির। এরপরই কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। ইরান সরাসরি যুদ্ধের প্রসঙ্গ না তুললেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়ে সবরকম ভাবে প্রস্তুত রয়েছে তারাও।

ইরানের মার্কিন হামলার পরই অনেকখানি বেড়েছে জ্বালানি তেলের দাম। ভারতেও তার আঁচ এসে পড়েছে। তবে, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই সোনার দাম কিছুটা কমবে বলে আশা রাখছে ব্যবসায়ী মহল।