প্রবল ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ল দক্ষিণ ব্রাজিল

প্রবল ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ল দক্ষিণ ব্রাজিল। ঘূর্ণিঝড়, বৃষ্টি ও প্রবল হাওয়ার বেগে তছনছ হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ জনের, আহতের সংখ্যা অনেক। এছাড়াও বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
ব্রাজিলে ভয়াবহ ঝড়-বৃষ্টিতে বেশ কিছু শহরে বন্যার জেরে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। রিও গ্র্যান্ডে দো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইট বলেছেন, ক্রান্তীয় এই ঘূর্ণি ঝড়ের কারণে ৬০টি শহরের মানুষ ক্ষতিগ্রস্ত। মুকুমে একই পরিবারের ১৫ জন প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত দেড় হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।