শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আত্মঘাতী হামলায় নিহত পাক সেনাবাহিনীর নয় জওয়ান

News Sundarban.com :
সেপ্টেম্বর ১, ২০২৩
news-image

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আত্মঘাতী হামলায় নিহত পাক সেনাবাহিনীর নয় জওয়ান। বৃহস্পতিবার পাক সেনার কনভয়ের সঙ্গে সংঘর্ষ হয় আত্মঘাতী বোমা হামলাকারীর বাইকের। এই হামলার নেপথ্যে তেহরিক-ই-তালিবান পাকিস্তান তথা টিটিপি জঙ্গিগোষ্ঠী রয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিনের ঘটনার পর পাক সেনার আধিকারিকরা জানিয়েছেন, “পাকিস্তানের সীমান্ত লাগোয়া বান্নু জেলায় আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারী বাইকে এসে সেনাবাহিনীর কনভয়ের একটি ট্রাকে ধাক্কা মারে।” এই হামলায় নিহত হয়েছেন নয় জন।

 

ফিদায়েঁ হামলাায় তীব্র ক্ষুব্ধ পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকর। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এটা কাপুরুষের মতো সন্ত্রাসবাদী হামলা।”

উল্লেখ্য, পাকিস্তানের সন্ত্রাসবাদী দলগুলির মধ্যে সবচেয়ে প্রভাবশালী হচ্ছে টিটিপি। আফগান তালিবানের শাখা সংগঠন তারা। বছর দুয়েক আগে তালিবান আফগানিস্তানের দখল নিলে টিটিপি-কে কাবু করা যাবে বলে ভেবেছিল ইসলামাবাদ। কিন্তু বাস্তবে তা হয়নি। টিটিপি জঙ্গিদের হামলার দায় নিতে সাফ অস্বীকার করে দেয় মোল্লা অখুন্দজাদার দল।