রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় ব্যাপক চাঞ্চল্য, তদন্তে পুলিশ

News Sundarban.com :
আগস্ট ২৯, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং – এক গৃহবধুকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার রাতে ঘটনা ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের আন্ধারিয়ার খাসকুমড়োখালি গ্রামে। মৃত বধুর নাম জয়শ্রী বিশ্বাস রাউৎ(২০)।খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর ছয়েক আগে উত্তর তালদির বণিক পাড়া সংলগ্ন সাতভাইপাড়ার বাসিন্দা জয়শ্রী’র সাথে প্রেমের সম্পর্ক তৈরী হয় তালদির আন্ধারিয়ার খাসকুমড়োখালি গ্রামের সৌমেন রাউতের সাথে।বিয়েও হয়। দম্পতির বছর পাঁচ বয়সের এক পুত্র সন্তান রয়েছে। মৃত গৃহবধুর বাপের বাড়ির লোকজনের অভিযোগ বিয়ের পর থেকেই শাশুড়ি লতিকা রাউত ও জামাই সৌমেন প্রতিনিয়ত শারীরিক ও মানসিক ভাবে জয়শ্রীর ওপর অত্যাচার চালাতো।অত্যাচার সহ্য করতে না পেরে অনেক সময় শ্বশুর বাড়ি থেকে চলে আসতো।রবিবার সন্ধ্যা নাগাদ ফোন করে জানানো হয় জয়শ্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

মৃত বধুর মা সুমিত্রা বিশ্বাসের দাবী, মেয়ের ওপর প্রতিনিয়ত অত্যাচার করতো স্বামী সৌমেন ও শাশুড়ি লতিকা।এদিন সকাল থেকে মেয়ের ঘরের দরজা বন্ধ ছিল। বাড়ির লোকজন সকলেই জানতো।ওরা খুন করে ঘরের মধ্যে ঝুলিয়ে দিয়ে দরজা বন্ধ করে রেখেছিল। আমার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারে না। স্বামী,শাশুড়ি বেধড়ক মারধর করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে।ওদের চরম শাস্তি চাই।

ঘটনার বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত বধুর বাপের বাড়ির লোকজন।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।