সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনের বেহাল নদী বাঁধ পরিদর্শনে বিজেপির রাজ্য সভাপতি

News Sundarban.com :
আগস্ট ২৮, ২০২৩
news-image

শিল্পা মাইতি, নামখানা: সুন্দরবনের বেহাল নদীবাঁধ নিয়ে শাসক- বিরোধী বাকযুদ্ধ তুঙ্গে। একই সঙ্গে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুন্দরবন সফরে।  সম্প্রতি সেচ মন্ত্রী পার্থ ভৌমিক গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির চত্বরের ভাঙন ঘুরে দেখেন। সুন্দরবনের ভাঙন রুখতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন পার্থ। অন্যদিকে গতকাল থেকে দলীয় কর্মসূচী নিয়ে সুন্দরবনের বকখালিতে আছেন সুকান্ত মজুমদার। আজ সকালে তিনি বকখালির পাশে বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকার ভাঙন ঘুরে দেখেন।

এলাকার মানুষ সুকান্তকে কাছে পেয়ে বাঁধ মেরামতির দাবী তোলেন। রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের কেন্দ্রীয় বঞ্চনার পাল্টা সুকান্ত মজুমদার রাজ্যের শাসক দলের মন্ত্রী ও নেতাদের বিরুদ্ধে কাটমানি ও দুর্নীতির অভিযোগ তুলে সরব হন। এদিন উপকূলের বাসিন্দাদের ত্রিপোল বিলি করেন সুকান্ত।