বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বাড়াতে ভিয়েতনাম সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

News Sundarban.com :
আগস্ট ৯, ২০২৩
news-image

খুব শীঘ্রই ভিয়েতনাম সফর করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বাড়াতেই প্রেসিডেন্টের ভিয়েতনাম সফরের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

বাইডেন একটি রাজনৈতিক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা জানান। হোয়াইট হাউসের একজন মুখপাত্র মঙ্গলবার বাইডেনের ভিয়েতনাম সফর সম্পর্কে জানান। তিনি আরও জানান, এই মুহূর্তে আর কোনও তথ্য দেওয়া সম্ভব নয়। এপ্রিলে, ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন এবং সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন এশিয়ার সঙ্গে সম্পর্ক সুগভীর করার ইচ্ছা প্রকাশ করেন। মার্কিন প্রেসিডেন্ট মার্চ মাসে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান গুয়েন ফু ট্রং-এর সঙ্গেও ফোনে কথা বলেন।

 

ওয়াশিংটন এবং মার্কিন প্রতিরক্ষা সংস্থাগুলি খোলাখুলিভাবে জানিয়েছে যে তারা ভিয়েতনামে সামরিক সরবরাহ বাড়াতে চায়। যা এখন পর্যন্ত মূলত কোস্ট গার্ড জাহাজ এবং প্রশিক্ষণ বিমানের মধ্যে সীমাবদ্ধ ছিল।