বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফ্রন্ট লাইনে কর্মরত করোনা যোদ্ধাদের পুষ্টিকর পানীয় প্রদান করলো নেসলে ইন্ডিয়া

News Sundarban.com :
মে ১৮, ২০২০
news-image

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং -চলছে করোনার তান্ডব।আর এই তান্ডবের শুরু থেকেই ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের সুরক্ষার জন্য নিজেদের জীবন উপেক্ষা করে কাজ করে চলেছেন চিকিৎসক,নার্স,পুলিশ প্রশাসন। বিভিন্ন সময়ে তাঁদের কাজ কে কুর্নীশ জানিয়ে বিভিন্ন সংস্থা পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানিয়েছেন।পাল্টা পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরা চিকিৎসা বিভাগে কর্মরত চিকিৎসা কর্মীদের কে সংবর্ধনা ঞ্জাপন করেছেন। যাতে করে তাঁরা আরো বেশি ঊদ্বুদ্ধ হয়ে মনোবল ও মানসিক শক্তি বাড়াতে পারেন।বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হয়ে তাঁদের কে বারুইপুর পুলিশ জেলার অধিনস্থ সমস্ত থানার আধিকারীকগণ এমন সংবর্ধনা ঞ্জাপন করেছিলেন।সাধারণ মানুষের সুরক্ষার জন্য ঝড় জল রোদে পুড়ে ২৪ ঘন্টা কাজ করা পুলিশ কর্মীদের কে একটু ভিন্ন ভাবে সংবর্ধিত করলো নেসলে ইন্ডিয়া লিমিটেড।সোমবার নেসলে ইন্ডিয়া লিমিটেড এর ম্যানেজার সুরোজিৎ মূখার্জী তিন হাজার পুষ্টিকর স্বাস্থ্য পানীয়ের প্যাকেট তুলেদেন ফ্রন্টলাইনে জীবন বাজী রেখে কাজ করা করোনা যোদ্ধা বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রসিদ মুনির খানের হাতে।

এদিন পুলিশ সুপারের হাতে পুষ্টিকর পানীয় তুলে দেওয়ার সময় অন্যান্য পুলিশ কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার)সন্দীপ মন্ডল,বারুইপুর মহিলা থানার আইসি কাকলী ঘোষ কুন্ডু।
অন্যদিকে নেসলে ইন্ডিয়ার এমন অনবদ্য কাজের জন্য কৃতঞ্জতা প্রকাশ করেছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ।