রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আদিবাসী মহিলাদের মতো করে শাড়ি পরে পা মেলালেন নাচের ছন্দে

News Sundarban.com :
আগস্ট ৯, ২০২৩
news-image

রাজ্যের এক এক জায়গায় গিয়ে স্থানীয় মানুষদের মন পাওয়ার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও কারও ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে। কখনও হাত ধরে সমবেত নৃত্যে। কখনও বা নিখাদ রবীন্দ্রসঙ্গীতে। আদিবাসী মহিলাদের মতো করে শাড়ি পরে পা মেলালেন ছন্দে।

মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আমজনতার কাছে ধরা দিয়েছেন ঘরের মেয়ের মতো করে। কখনও চায়ের দোকানে ঢুকে চা বানিয়েছেন। কখনও হোটেলে হাতা-খুন্তি হাতে দেখা গিয়েছে তাঁকে, কখনও আবার পাহাড়ে গিয়ে মোমো বানিয়েছেন। আদিবাসী ছন্দেও পা মিলিয়েছেন বহুবার। বুধবার আদিবাসী দিবসের অনুষ্ঠানে অন্য মেজাজে ধরা দিলেন তিনি। মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে আপ্লুত আদিবাসীরা।

এবার আদিবাসী দিবসের অনুষ্ঠানে জঙ্গলমহলেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রামের অনুষ্ঠানের শুরুতেই আদিবাসী ছন্দে মাতলেন মুখ্যমন্ত্রী।

এদিন অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী বীরবাহা হাঁসদা আদিবাসী কায়দায় শাড়ি পরিয়ে দেন মুখ্যমন্ত্রীকে। এরপরই আদিবাসী মহিলাদের হাতে হাত রেখে তাঁদের তালে পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। নাচের ফাঁকেই আদিবাসী মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর মঞ্চে ওঠেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়।