রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাকিস্তানে লাইনচ্যুত হয়ে গেল হাভেলিয়ানগামী হাজারা এক্সপ্রেস

News Sundarban.com :
আগস্ট ৬, ২০২৩
news-image

পাকিস্তানের করাচি থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত সাহারা রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গেল হাভেলিয়ানগামী হাজারা এক্সপ্রেস। রবিবারের এই ট্রেন দুর্ঘটনায় ১৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। ট্রেন দুর্ঘটনার প্রেক্ষিতে সিন্ধুর অভ্যন্তরীণ জেলাগুলিতে এবং সেখান থেকে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এই শাখায় ট্রেন চলচল স্বাভাবিক করতে ১৮ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। আহত যাত্রীদের নবাবশাহ পিপলস মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে বিপুল সংখ্যক যাত্রী যাত্রা করায় কর্তৃপক্ষ আরও আহত হওয়ার আশঙ্কা প্রকাশ করছে।

 

ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ এখনও জানা যায়নি। রেলওয়ের বিভাগীয় সুপারিনটেনডেন্ট শুক্কুর মাহমুদুর রহমান নিশ্চিত করেছেন, ট্রেন দুর্ঘটনায় ১০টি বগি লাইনচ্যুত হয়েছে। তিনি আরও জানান, লোকো শেড রোহরি থেকে ত্রাণ কার্যক্রম চালানোর জন্য একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। আপাতত ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।