রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে বাবা ও ছেলের মৃত্যু,এলাকায় শোকের ছায়া

News Sundarban.com :
এপ্রিল ২৪, ২০২০
news-image

নিজস্ব প্রতিনিধি —বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বুধোখালি গ্রামে।

মৃতের নাম সৈদুল ঘরামী(৪৮),আসিদুল ঘরামী(১৮)।
স্থানীয় সুত্রে জানা গেছে বৃহষ্পতিবার কালবৈশাখীর ঝড় বৃষ্টির দাপটে এলাকার একাধিক বাড়িঘর গাছপালা ভেঙে ক্ষয় ক্ষতি হয়েছিল। এমনকি এলাকার বিভিন্ন জায়গায় বিদ্যুতের তারও ছিঁড়ে পড়েছিল।শুক্রবার সকালে সৈদুল ঘরামী তার চাষের জমিতে গিয়েছিলেন। সেখানে বিদ্যুৎবাহী তার ছিঁড়ে পড়েছিল এবং তারে বিদ্যৎুও ছিল। অসাবধানতা সৈদুল ঘরামী বিদ্যুতের তারে সংষ্পর্শে আসলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সংঞ্জাহীন অবস্থায় পড়ে থাকে মাঠের মধ্যে। কিছুক্ষণ পর বাবা সৈদুলের জন্য জল নিয়েমাঠে যায় তার ছেলে আসিদুল।সৈদুল কে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে আসিদুল তার বাবাকে উদ্ধার করতে গেলে সে ও বিদ্যুৎপৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে। পরে পাড়ার প্রতিবেশীরা মাঠের মধ্যে দেখতে পায় বাবা ও ছেলে সংঞ্জাহীন অবস্থা পড়ে রয়েছে। তারা পুলিশে খরব দিলে পুলিশ বাবা ও ছেলেকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বাবা ও ছেলে কে মৃত বলে ঘোষনা করেন। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। অন্যদিকে করোনা বিপর্যয় ও কালবৈশাখীর তান্ডবে বাবা ও ছেলের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।