সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘অমৃত ভারত স্টেশন’-এর ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন

News Sundarban.com :
আগস্ট ৬, ২০২৩
news-image

‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের অধীনে দেশের ৫০৮-এর সঙ্গে অসমের ৩২, ত্রিপুরার তিন, একটি করে নাগাল্যান্ড ও মেঘালয়, পশ্চিমবঙ্গে ১৬টি, বিহারে তিনটি সহ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত ৫৬টি স্টেশনকে পুনঃবিকাশের জন্য ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রবিবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সব রেলস্টেশনকে পুনঃবিকাশের মাধ্যমে ‘অমৃত ভারত স্টেশন’-এ রূপান্তরিত করার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘অমৃত ভারত স্টেশন’গুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রকল্পের সম্পর্কে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, অমৃত কালের শুরুতে ভারত উন্নত হওয়ার লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে। নতুন শক্তি, নতুন অনুপ্রেরণা এবং নতুন সিদ্ধান্ত রয়েছে এবং এই চেতনায় ভারতীয় রেলের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে আজ।