শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেলেঘাটায় ক্লাবে বিস্ফোরণকাণ্ডে অনুসন্ধান শুরু করল এনআইএ

News Sundarban.com :
অক্টোবর ১৫, ২০২০
news-image

বেলেঘাটায় ক্লাবে বিস্ফোরণকাণ্ডে প্রাথমিক অনুসন্ধান শুরু করল এনআইএ। বিস্ফোরণের ঘটনায় এখনও ফরেন্সিক রিপোর্ট আসেনি। ফরেন্সিক রিপোর্ট এলেই পুলিসের সঙ্গে কথা বলে ঘটনাস্থলে যাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, ইতিমধ্য়েই দিল্লির এনআইএ অফিসের সঙ্গে এই বিষয়ে একদফা কথা হয়ে গিয়েছে কলকাতার এনআইএ অফিসের আধিকারিকদের।

অন্যদিকে আজই ক্লাবের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং কেয়ারটেকরকে ডাকা হয়েছে। এই প্রথম তলব করা শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বোমা বাইরে থেকে ছোড়া হয়নি। ক্লাবেই মজুত ছিল তাজা বোমার সামগ্রী।

ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে স্প্লিন্টার বাজেয়াপ্ত হয়েছে। পাওয়া গিয়েছে জালকাঠি। বিষ্ফোরণের তীব্রতা মাঝারি মাপের ছিল। আপাতত এই সকল সূত্র ধরেই তলব করা শুরু করেছে পুলিস। শুরু হয়েছে তদন্ত।-zee24