শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেহালা দুর্ঘটনায় যাত্রীদের অনেকেই দায়ী করছেন ফুটপাথের হকারদের

News Sundarban.com :
আগস্ট ৫, ২০২৩
news-image

বেহালায় শুক্রবার সকালের পথদুর্ঘটনার ব্যাপারে যাত্রীদের অনেকেই দায়ী করছেন ফুটপাথের হকারদের। গোটা শহরের একটা বড় অংশের ফুটপাথ চলে গিয়েছে রাজনৈতিক মদতপুষ্ট দখলদারদের কবলে। ফলে পথচারী হাঁটছে রাস্তা দিয়ে।

বেহালায় বিভিন্ন ফুটপাত এবং রাস্তা ঘিরে চলা ব্যবসার বিরুদ্ধেও পদক্ষেপ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।  মূলত ফুটপাথ এবং রাস্তার সংযোগস্থলে যে জায়গা দিয়ে পথচারীরা রাস্তা পারাপার করেন, সেখানে ড্রপ গেট লাগানো হয়েছে। রাস্তা দিয়ে গাড়ি চলাচলের সময় বন্ধ থাকছে ড্রপ গেট। পুলিশকর্তারা মনে করছেন, ড্রপ গেটের ব্যবহার সঠিক ভাবে করা গেলে দুর্ঘটনা কমবে।

 

প্রসঙ্গত, শুক্রবার সকালে এই বেহালা চৌরাস্তার কাছেই এক মায়ের কোল খালি করেছিল ঘাতক লরি। লরির চাকা পিষে দিয়ে চলে গিয়েছিল বড়িশা হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারের দেহ। লরির ধাক্কায় আহত সৌরনীলের বাবা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। সেই ঘটনার জেরে শুক্রবার সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ডায়মন্ড হারবার রোড বেহালা চৌরাস্তার এলাকা। ডায়মন্ড হারবার রোডেই সৌরনীলের দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়েরা।