বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরনে জখম শিশু

News Sundarban.com :
ডিসেম্বর ২১, ২০২১
news-image

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হল এক ৭ বছরের শিশু। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সুতি এবং সামশেরগঞ্জ সীমান্তবর্তী একটি আমবাগানে। জখম শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, সাত বছরের এক শিশু তার বন্ধুদের সঙ্গে আমবাগানে খেলতে যায়। সেখানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল বোমা। আর সেই বোমাগুলিকে বল ভেবে খেলতে গিয়ে ঘটে বিপত্তি। তখনই বোমা বিস্ফোরণ হয়। আর যার জেরে গুরুতর জখম হন সারফরাজ আহমেদ নামের এক শিশু(৭)। বোমাফাটার আওয়াজ শুনে ঘটনাস্থলে আসে স্থানীয় বাসিন্দারা। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয় জখম শিশুটিকে। বিস্ফোরনের খবর পেয়ে ঘটনাস্থলে আসে সামশেরগঞ্জ ও সুতি থানার পুলিশ। কে বা কারা কি উদ্দেশ্যে এই আমবাগানে বোমা ছড়িয়ে-ছিটিয়ে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর জঙ্গিপুর পুলিশ জেলার বোম স্কোয়াডকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে বোমা গুলিকে নিষ্ক্রিয় করার করে।

আহত শিশুর পরিবার সূত্রে জানা গিয়েছে গুরুতর জখম শিশু নিত্য দিনের মতোই সোমবার এলাকারই এই আমবাগানে খেলতে যায়। আর তখনই বোমকে বল ভেবে খেলতে গেলে এই বিপত্তি হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর জখম শিশু সারফারজ আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে স্থিতিশীল অবস্থায় নিজের বাড়িতেই রয়েছে। বোমগুলি আমবাগানে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছে যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন গুরুতর জখম শিশুর পরিবার।