সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেসবুক পোষ্ট দেখে রক্ত দিতে এগিয়ে এলেন খোদ বিধায়ক

News Sundarban.com :
আগস্ট ১, ২০২৩
news-image

বিশ্লেষণ মজুমদার,ক্যানিং: সোমমবার রাত দশটা নাগাদ ফেসবুক মারফত ক্যানিং পশ্চিমের বিধায়ক জানতে পারেন ক্যানিং থানার অন্তর্গত তালদি রাজাপুরের বাসিন্দা   মাধবী মন্ডল রক্ত অল্পতায় ভুগছেন। জরুরীকালীন রক্তের প্ৰয়োজন ।বিধায়ক এই পোষ্ট দেখার পর ফেসবুক পোষ্ট করা তাপস মন্ডল নামে ওই যুবকের সাথে যোগাযোগ করেন এবং জানান তিনি স্বয়ং রক্ত দেবেন।

সেইমত আজ সকালে বিধায়ক পরেশ রাম দাস নিজেৱ দুই দেহরক্ষীকে নিয়ে ক্যানিং হাসপাতালে পৌছান এবং রক্তদান করেন । এই নিয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস জানান ফেসবুক পোষ্টটি কে দেখা মাত্ৰই আমি যোগাযোগ করি ওই পরিবারের লোকজনের সাথে । রক্তদিয়ে একজনে জীবন বাঁচাতে পেরে খুব ভালো লাগছে ।

এছাড়াও তিনি জানান এই রক্ত সংকটের সময় যাতে বেশী করে ক্যানিং মহকুমা হাসপাতালে রক্তদান করা যায় সে বিষয়েও তিনি যথাযোগ্য ব্যবস্থা নেবো। এদিকে মাধৰী মন্ডলের কন্যা জানান ঠিক সময়ে বিধায়ক রক্ত না দিলে আমার মাকে বাঁচানো যেত না ।