রবিবার, ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিলিগুড়ির নাগরাকাটায় বনদফতরের পাতা ফাঁদে লোকলায় থেকে ধরা পড়ল চিতা বাঘ

News Sundarban.com :
জুলাই ২২, ২০২৩
news-image

শিলিগুড়ির নাগরাকাটায় বনদফতরের পাতা ফাঁদে লোকলায় থেকে ধরা পড়ল আস্ত চিতা বাঘ। মুহূর্তেই খাঁচা বন্দি করে ফেললেন বন দফতরের আধিকারিকেরা।সূত্রের খবর, নাগরাকাটার ভগৎপুর চা বাগান এলাকায় বিগত কয়েকদিন ধরেই প্রায়শই শোনা যাচ্ছিল বাঘের গর্জন। ভয় বাড়ছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শনিবার ভোরে চা বাগানের তুরিয়া লাইন নামে শ্রমিক মহল্লার কাছে ১৫ নম্বর সেকশনে পেতা হয় ফাঁদ। খাঁচায় রাখা হয় ছাগল। তাতেই ধরা পড়ল চিতাবাঘ।

বন দফতরের খুনিয়ার রেঞ্জার সজল দে বলেন, “যে চিতা বাঘটি ধরা পড়েছে সেটা পুরুষ। আজ সকালেই ওকে জঙ্গলে ছেড়ে দেওয়া হচ্ছে। আর এলাকায় আপাতত ভয়ের কোনও কারণ নেই।”