শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাসন্তী ব্লকে ৩ জেলাপরিষদ আসনে বড় ব্যবধানে জয় পেল তৃণমূল কংগ্রেস

News Sundarban.com :
জুলাই ১৩, ২০২৩
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – গত পঞ্চায়েত নির্বাচনে বাসন্তী ব্লকের তৃণমূল কংগ্রেসের জেলাপরিষদ প্রার্থী ছিলেন নীলিমা মিস্ত্রী বিশাল,শঙ্করী মন্ডল,আবেদা পারভীন।বাসন্তী ব্লকের তিন টি জেলাপরিষদ আসনেই শাসকদল কোনরকম প্রার্থী পরিবর্তন করেনি। আর সেই কারণেই বড় ব্যবধানে জয় পেল শাসক দল।

বাসন্তী ১ নম্বর জেলা পরিষদ আসনে প্রার্থী নীলিমা মিস্ত্রী বিশাল(তৃণমূল কংগ্রেস), তুলসি অধিকারী(বিজেপি), অমরী মন্ডল (বিএসপি), রানু বোস( সিপিআইএম) প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।বাসন্তী ১ নম্বর জেলাপরিষদ এ মোট ভোটার সংখ্যা ৯০২৪৩, প্রদত্ত ভোট ৬৭৬৪৯, বাতিল ৩৮০০। তৃণমূল কংগ্রেস ৫৭৩৭৫, বিজেপি ২০৬৪, বিএসপি ৩৩৪,সিপিআই(এম) ৪০৭৬।

জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের নীলিমা মিস্ত্রী বিশাল। বাসন্তী ২ নম্বর জেলাপরিষদ আসনে প্রার্থী ছিলেন পরিতোষ মন্ডল(জাতীয় কংগ্রেসে),সুভাষ মহারাণা(এসইউসিআই), বিকাশ সর্দার(বিজেপি), শঙ্করী মন্ডল(তৃণমূল কংগ্রেসে), সমর বিশ্বাস (আরএসপি)। বাসন্তী ২ নম্বর জেলাপরিষদ এ মোট ভোটার সংখ্যা ৯০৬৯০, প্রদত্ত ভোট ৬৭৩৮৩, বাতিল ৩৫৫৩। জাতীয় কংগ্রেস ২২৭, এসইউসি ২৩৩, আরএসপি ৭২৭৩,বিজেপি ৯৪৪২,তৃণমূল কংগ্রেস ৪৬৬৫৫।

জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্করী মন্ডল। বাসন্তী ৩ নম্বর জেলাপরিষদ আসনে প্রার্থী ছিলেন ফিরদৌসি মোল্লা(জাতীয় কংগ্রেস), আবেদা পারভীন(তৃণমূল কংগ্রেস), তাজমীরা পৈলান(আরএসপি), সাহানা জমাদার মন্ডল(সিপিআইএম),স্বপ্না মন্ডল(বিজেপি)। বাসন্তী ৩ নম্বর জেলাপরিষদ এ মোট ভোটার সংখ্যা ৯৯৮৮৩, প্রদত্ত ভোট ৭৫১১৩, বাতিল ৫১৪৬। জাতীয় কংগ্রেস ৮৮৫, তৃণমূল কংগ্রেস ৪৪২৮০, আরএসপি ১২৮৫৬, সিপিআইএম ৩১৭৬,বিজেপি ৮৭৭০।জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আবেদা পারভীন।