শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতীয় প্রতিষেধকের জন্য অনুরোধ করেছে আরও ২৫টি দেশ

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৭, ২০২১
news-image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, বিদেশেও পাঠানো হবে ভারতে তৈরি কোভ্যাকসিন এবং কোভিশিল্ড। ইতিমধ্যে ওমান, মঙ্গোলিয়া, মিয়ানমার, মালদ্বীপ, বাংলাদেশের মতো বিশ্বের ১৫টি দেশে পাঠানো হয়েছে। ভারতীয় ওই প্রতিষেধকের জন্য অনুরোধ করেছে আরও ২৫টি দেশ।

শনিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একথা জানিয়েছেন। তিনি আরও জানান, যে ২৫টি দেশ প্রতিষেধক পাঠানোর জন্য অনুরোধ করেছে তাঁদের তিনটি ভাগে ভাগ করে প্রতিষেধক পাঠানো হবে। করোনার প্রকোপ এবং সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে প্রতিষেধক পাঠানো হবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, এখনও পর্যন্ত ভারত ১৫টি দেশে টিকা পাঠিয়েছে। আরও ২৫টি দেশ ভারতীয় প্রতিষেধক পাওয়ার অপেক্ষা করছে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে করোনা রোধ করতে বিশ্বের মধ্যে ভারত কতটা গুরুত্বপূর্ণ জায়গা অর্জন করেছে।