রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মিশরের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক মোদীর

News Sundarban.com :
জুন ২৫, ২০২৩
news-image

মিশরের রাজধানী কায়রোতে সে দেশের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ওপর জোর দিয়েছেন দুই নেতা। মিশর সফরের দ্বিতীয় তথা শেষ দিনে, রবিবার (২৫ জুন) মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে সাক্ষাৎ করেন মোদী। মিশরের প্রেসিডেন্সিয়াল প্যালেসে ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মিশরীয় প্রেসিডেন্ট।

দুই নেতার মধ্যে বৈঠকের বিষয়ে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দর বাগচি জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৫ জুন কায়রোতে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে সম্পর্ক-সহ দুই দেশের অংশীদারিত্বকে আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। দ্বিপাক্ষিক সম্পর্ককে “কৌশলগত অংশীদারিত্ব”-এ উন্নীত করার জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন নেতারা। কৃষি, প্রত্নতত্ত্ব ও পুরাকীর্তি এবং প্রতিযোগিতা আইনের ক্ষেত্রে তিনটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।”