বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রেফতার ভাদু শেখ খুনের ঘটনায় মূল অভিযুক্ত নিউটন শেখ

News Sundarban.com :
জুন ২২, ২০২৩
news-image

দীর্ঘ দিন বেপাত্তা থাকার পর অবশেষে গ্রেফতার ভাদু শেখ খুনের ঘটনায় মূল অভিযুক্ত নিউটন শেখ। নিউটন শেখকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে বীরভূমের মাড়গ্রাম থানার বিষ্ণুপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বগটুই কাণ্ডের পর থেকে পলাতক ছিল নিউটন শেখ। তার হদিশ না পেয়ে সিবিআই হুলিয়া জারি করে। বৃহস্পতিবারই ধৃত নিউটনকে তোলা হবে রামপুরহাট মহকুমা আদালতে।

২০২২ সালের ২১ মার্চ সন্ধ্যায় রামপুরহাটে বগটুইমোড়ে খুন হন ভাদু শেখ। মোটরসাইকেলে করে এসে বোমা ছুড়ে গুলি করে ভাদুকে খুন করে ৩ জন দুষ্কৃতী। ভাদু শেখ খুনের পর এফআইআর করা হয়েছিল তাতে দু’নম্বরে নাম ছিল নিউটন শেখের। খুনের পর থেকেই বেপাত্তা ছিল নিউটন। তাঁর খোঁজ চলছিল। এর মাঝেই বিয়েও করে নিউটন। বুধবার রাতে মাড়গ্রামের বিষ্ণুপুরে শ্বশুরবাড়িতে বৌয়ের সঙ্গে দেখা করতে আসবে নিউটন এমটাই পুলিশের কাছে খবর ছিল। সেই খবর মতো শ্বশুরবাড়িতে যায় নিউটন শেখ। এবার আর চোখে ধুলো দেওয়া সম্ভব হয়নি। বাড়ি ঘিরে ফেলে গ্রেফতার করা হয় নিউটন শেখকে । তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ। সেই কারণেই পুলিশের তরফে অস্ত্র আইনেও মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে।