শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণাটক কে এগিয়ে কংগ্রেস না বিজেপি

News Sundarban.com :
মে ১২, ২০১৮
news-image

কর্ণাটক বিধানসভা নির্বাচনে বেশিরভাগ সমীক্ষায় কংগ্রেসকে বিজেপির থেকে এগিয়ে রাখা হলেও সরকার গঠনে ফ্যাক্টর হিসেবে দেখানো হচ্ছে জেডিএসকে। একটি সমীক্ষায় বলা হয়েছে রাজ্যের তপশিলি জাতি, উপজাতি, মুসলিম ও খ্রিষ্টান ভোটাররা ঢালাও সমর্থন করেছেন কংগ্রেসকে। তাদের মতে ৪৩ শতাংশ তপশিলি জাতি, ৪৮ শতাংশ তপশিলি উপজাতি, ৮০ শতাংশ মুসলিম, ৬১ শতাংশ কুরবা, ৬৮ শতাংশ খ্রিষ্টান ও ৩৮ শতাংশ গোল্লা রাহুল গান্ধীর দলকে সমর্থন করেছেন।অন্যদিকে, ৩৩ শতাংশ তপশিলি জাতি, ২৬ শতাংশ তপশিলি উপজাতি, ৫ শতাংশ মুসলিম, ২২ শতাংশ কুরবা, ১৮ শতাংশ খ্রিষ্টান ও ৩৬ শতাংশ গোল্লা বিজেপিকে সমর্থন করেছেন। পাশাপাশি বিজেপি লিঙ্গায়েতদের ৬২ শতাংশ, ব্রাহ্মণদের ৬৬ শতাংশ ও ওবিসিদের ৪৯ শতাংশের ভোট পেতে পারে।
কয়েকটি বুথে ভোটারদের লম্বা লাইন বিকেল পাঁচটার পরও ছিল, শুধু সেখানেই ভোটদান গড়ায় সন্ধ্যা পর্যন্ত। ভোটদানের হার ৭০%‌ হয়ে যাওয়ায় স্বভাবতই জয়ের ইঙ্গিত পাচ্ছে শাসকদল। বিভিন্ন চ্যানেলের সমীক্ষাও এগিয়ে রেখেছে কংগ্রেসকেই। এদিন সকাল ৭টা থেকে ৫৮,৫৪৬টি বুথে কড়া নিরাপত্তায় শুরু হয় ভোটদান। সন্ধ্যা ৬টা পযন্ত কর্নাটকে ভোট পড়ল ৭০% জানাল নির্বাচন কমিশন।