রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নামখানা- বকখালি দুটি সেতু তৈরীর কাজের জন্য যান চলাচলে কি কি বিধি নিষেধ আরোপ করা হয়েছে

News Sundarban.com :
জুন ২২, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি, নামখানা: নামখানা ব্লকের নামখানা থেকে বকখালি পর্যন্ত ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর যান চলাচলের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে। নামখানা ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে সাধারণ মানুষকে অবগতি করার জন্য মঙ্গলবার সকাল থেকে মাইকিংও করে জানানো হয় যে, নামখানা থেকে বকখালি পর্যন্ত ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর লালপোল ও দশ মাইলে দুটি সেতু তৈরীর কাজ চলছে। আর সেই কারণেই প্রায় ছয় দিন ধরে ওই দুটি সেতুর উপর দিয়ে যান চলাচল করার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ২১শে জুন থেকে ২৬শে জুন পর্যন্ত এই দুটি সেতুর উপর দিয়ে ভারি গাড়ি অর্থাৎ বাস, লরি, ট্রাক সহ অন্যান্য ৪ চার চাকা গাড়ি যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ২৪শে জুন সন্ধ্যা থেকে ছোট চার চাকা হালকা গাড়ি চলাচল করতে পারবে। যদিও সাইকেল, টোটো ও মানুষের হেঁটে যাওয়ার ক্ষেত্রে কোন বিধি-নিষেধ আরোপ করা হয়নি। জরুরী পরিষেবার ক্ষেত্রে বাইপাস রাস্তা দিয়ে যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে। ২৭শে জুন থেকে পুনরায় আবারও সব গাড়ি যাতায়াত করতে পারবে।