মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ায়

News Sundarban.com :
জুন ২১, ২০২৩
news-image

রাস্তার ধারে টাঙানো তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার সোনামুখী থানার ধুলাই চৌমাথা এলাকায়। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রচারের উদ্দেশ্যে বাঁকুড়ার সোনামুখী ব্লকের ধুলাই চৌমাথা এলাকায় বেশ কিছু দলীয় পতাকা টাঙিয়ে রেখেছিল তৃণমূল। বুধবার সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা দেখেন সেই পতাকা ছেঁড়া অবস্থায় নর্দমায় পড়ে রয়েছে। এমনকি পার্শ্ববর্তী তৃণমূলের দলীয় কার্যালয়ে থাকা রঙও নর্দমায় দুষ্কৃতীরা ফেলে দেয় বলে অভিযোগ। এই ঘটনা নজরে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তৃণমূলের দাবি, এই কাজ করেছে বিজেপি। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করে এই ঘটনার জন্য দায় ঠেলেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের দিকেই। গোষ্ঠীকোন্দলের কথা মানতে চায়নি তৃণমূল নেতৃত্ব। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোনামুখী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ।