রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিং মহকুমার ১৫ তম বর্ষের রথযাত্রা, রশিতে টান দিয়ে প্রভুর যাত্রাপথের সূচনা করলেন পঞ্চায়েতের প্রাক্তন প্রধান

News Sundarban.com :
জুন ২০, ২০২৩
news-image

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং – ক্যানিং মহকুমার বৃহত্তম রথযাত্রা উৎসবে পালিত হল মঙ্গলবার।রায়বাঘিনী রথতলা থেকে ১৫ তম বর্ষের রথযাত্রার রশিতে টান দিয়ে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা করেন ক্যানিংয়ের মাতলা ২ পঞ্চায়েত প্রধান উত্তম দাস। উপস্থিত ছিলেন প্রভু জগন্নাথ দেবের ভক্ত তথা প্রাক্তন আমলা বিরিঞ্চী দেবনাথ,গোপাল কুন্ডুু,অন্নপূর্ণা কুন্ডু,হরেন ঘোড়ুই বুলু মন্ডল সহ হাজার হাজার ভক্ত।

ক্যানিংয়ের স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি(গুন্ডিচা)তে আগামী ২৭ জুন পর্যন্ত চলবে মেলা উৎসব। সেখানে প্রতিদিন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান,মহাপ্রসাদ বিতরণ,ভাগবত পাঠ,সন্ধ্যারতি সহ লীলা কীর্তন অনুষ্ঠান।ক্যানিং মহকুমা রথযাত্রা উপলক্ষে এদিন প্রায় ১০ হাজারের অধিক ভক্তের জনসভাগম হয়েছে বলে দাবী ক্যানিং মহকুমা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সমিতির।উল্লেখ্য আগামী ২৮ জুন শাস্ত্রীয় নিয়ম মেনে প্রভু জগন্নাথ দেব আবারও তাঁর প্রতিষ্ঠিত রথতলার মন্দিরে ফিরে আসবেন।