শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ছত্তিশগড়ের কুর্সিতে বসতে চলেছেন কৃষক পরিবারের সন্তান

News Sundarban.com :
ডিসেম্বর ১০, ২০২৩
news-image

আদিবাসী সম্প্রদায়ের বিষ্ণু দেও সাই। ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিষ্ণু দেও সাই। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে সোমবার এই ঘোষণা করা হয়েছে। কুনকুরি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত জনজাতিভুক্ত নেতা হলেন বিষ্ণু দেও সাই।

ছত্তিশগড়ে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এসেছে। শুরু হয়েছে সরকার গঠনের তোড়জোড়। রবিবারই রাজধানী রায়পুরে দলের নতুন নির্বাচিত সদস্যদের নিয়ে বৈঠক হয়। বিজেপি পরিষদীয় দলনেতা স্থির করতে হয় সেই বৈঠক। ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিষ্ণু দেও সাইয়ের নাম ঘোষণা করা হয়।

বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা সিং সারুতা ঘোষণা করেছেন, “আমি খুবই খুশি যে বিষ্ণু দেও সাই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হবেন। এই প্রথম কোনও কৃষক পরিবারের, আদিবাসী সম্প্রদায়ের কোনও দলীয় কর্মী মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন।”