শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিহত তৃণমূল কর্মীর বাড়িতে মন্ত্রী, বিধায়ক 

News Sundarban.com :
জুন ১৮, ২০২৩
news-image

বিশ্লেষণ মজুমদার, জীবনতলা – নিহত তৃণমূল কংগ্রেস কর্মী রশিদ মোল্লার বাড়িতে গেলেন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।সঙ্গে ছিলেন সায়নী ঘোষ এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। রবিবার দুপুরের তৃণমূলের এই প্রতিনিধি দল এলাকায় যান। নিহত তৃণমূল কর্মীর পরিবারের সাথে দেখা করেন। উল্লেখ্য জীবনতলা থানার মৌখালী এলাকার তৃণমূল কর্মী বুধবার গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ভাঙড়ের ২ নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজারে।

মূলত ঐদিন মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে আইএসএফ এর তুমুল গন্ডগোল হয়।সেই গন্ডগোলের কারণে মৃত্যু হয় ২ তৃণমূল কর্মী ও ১ আইএসএফ কর্মীর। সেই ঘটনায় প্রথমে হাটগাছায় তৃণমূল কর্মী রাজু নস্করের বাড়িতে যান তৃণমূলের এই প্রতিনিধি দল। তারপর সেখান থেকে তাঁরা চলে আসেন জীবনতলা থানার মৌখালী গ্রামে।জানা গিয়েছে  ৫ লক্ষ টাকা ও কিছুটা জমি দেওয়া হবে ওই ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে।

এদিন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন, ‘রাজ্যজুড়ে অশান্তি পাকানোর জন্য আইএসএফ পরিকল্পিতভাবে সন্ত্রাস করেছে আমাদের কর্মীদের উপরে। তারা বোম-বন্দুক নিয়ে মনোনয়ন জমা দেওয়ার পথে আমাদের কর্মীদেরকে খুন করে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

ভাঙড়ের গন্ডগোলে কিভাবে জীবনতলার তৃণমূল কর্মীর এই নাম-জড়ালো এবং সেখানে গিয়ে কিভাবে তার মৃত্যু হল তারও ব্যাখ্যা দিয়েছে সেদিন বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, ’নিহত ওই তৃণমূল কর্মীর এলাকায় একটি কাপড়ের দোকান আছে। সেই দোকানের মালপত্তর আনার জন্য নিউটাউন থেকে ওই রাস্তা ধরে ফিরছিলেন। আর তাকে ডেকে নিয়ে গুলি করে আইএসএফ এর দুষ্কৃতীরা।’