শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্কুলের কচিকাঁচাদের ছাতা বিতরণ 

News Sundarban.com :
জুন ১২, ২০২৩
news-image

বিশ্লেষণ মজুমদার, বাসন্তী:  সুন্দরবনের প্রত্যন্ত বাসন্তী থানার অন্তর্গত চুনাখালি।এলাকার দরিদ্র ছেলেমেয়েদের শিক্ষার আলোয় আনতে ২০২০ সালে ‘হরিনাভি সৃজন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গড়ে উঠেছিল ‘সৃজন বিদ্যাপীঠ’ স্কুল। বিদ্যালয়ে পাঠরত শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা।দারিদ্রতার সাথে লড়াই করা পরিবার গুলোর ছোটদের লেখা পড়ার আগ্রহ অনেকটাই বেশি।অর্থনৈতিক কারণে সেটা হয়ে ওঠে না। তবুও বিদ্যালয় তৈরি হওয়ার পর অনেকেই তাঁদের শিশুদের বিদ্যালয়ের আঙিনায় নিয়ে যেত আগ্রহী হয়েছেন।

বর্তমানে স্কুলের ছাত্রীছাত্রী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জন।শিক্ষা নিয়ে আশার আলো দেখতে শুরু করছেন এলাকার মানুষ।সামনে বর্ষাকাল।স্কুলের কচিকাঁচারা স্কুলে আসার সময় বৃষ্টিতে যাতে ভিজে না যায় তার জন্য স্কুলের ৫৮ জন পড়ুয়ার হাতে ছাতা তুলে দেওয়া হয়।বর্ষার আগে ছাতা পেয়ে খুশি খুঁদে পড়ুয়া ও তাদের অভিভাবকরা। হরিনাভি সৃজনের কর্নধার তথা প্রাক্তন ফুটবলার রূপক চৌধুরী জানান, ‘সামনে বর্ষাকাল।স্কুলে আসার সময় শিশুরা যাতে করে বৃষ্টিতে ভিজে না যায় তারজন্য কলকাতার ব্রহ্মপুর শিশু ভারতী ৫৮ টি ছাতা প্রদান করে। ছাতা গুলো সোমবার শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে।’