শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অদম্য সাহস এবং বীরত্বের পরিচয় দেখিয়ে পুরস্কার পেল ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা  

News Sundarban.com :
এপ্রিল ১৮, ২০২২
news-image

ফ্রেজারগঞ্জ: গত ১৬/০৪/২০২২ তারিখে সকাল ০৭:৩০ নাগাদ প্রবল ঢেউয়ের কবলে পড়ে কুকড়াহাটি থেকে বালি নিয়ে আসা একটি পণ্যবাহী নৌকা বঙ্গোপসাগরের খাদে আটকা পড়ে। ঘটনার খবর পাওয়া মাত্রই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার একটি বিশেষ দল উদ্ধারের জন্য যায়।

অদম্য সাহস এবং বীরত্বের পরিচয় দেখিয়ে ওসি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা, তিন সিভিক ভলেন্টিয়ার, এক ভিলেজ পুলিশ এবং এফ আই বি চালক ডুবন্ত নৌকা থেকে তিন ব্যক্তিকে উদ্ধার করে ও নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে। তাদের এই অকুতোভয় এবং নির্ভীক কর্মকান্ডে সুন্দরবন জেলা পুলিশ গর্বিত।

আজ সুন্দরবন জেলা পুলিশের এস পি অফিসে মাননীয় শ্রী ভাস্কর মুখার্জি আই.পি.এস., সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, সুন্দরবন পুলিশ জেলা ওসি ফ্রেজারগঞ্জ কোষ্টাল থানা, তিন সিভিক ভলেন্টিয়ার, এক ভিলেজ পুলিশ এবং এক এফ আই বি এর চালক কে পুরস্কার প্রদান করেন।

 

১. এস আই সুভেন্দু চন্দ দাস, ও/সি ফ্রেজারগঞ্জ কোস্টাল পিএস।

২. ভি পি ৪৮২৪ প্রসানজিৎ দাস

৩. সি ভি এফ ২৩৬৯ তপন দাস

৪. সি ভি এফ ২০৩৭ বনমালী জানা

৫. সি ভি এফ ২৩৪১ মিলন মন্ডল

সকল ফ্রেজারগঞ্জ উপকূলীয় পিএস, সুন্দরবন পুলিশ জেলা

৬. শেখ . আহমেদ, এফ আই বি চালক।