শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বাস খাদে পড়ে ১৬ জন নিহত

News Sundarban.com :
আগস্ট ২৮, ২০২১
news-image

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর আন্দিজ পর্বতমালা অঞ্চলে শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয় সময় গতকাল শুক্রবার দেশটির আপুরিম্যাক অঞ্চলের কোতাবামবাস প্রদেশে এ ঘটনা ঘটে। পেরুর আরপিপি রেডিওর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরপিপি রেডিও জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বাসটি প্রায় ৬৫৬ ফুট নিচে গড়িয়ে পড়ে। সেটিতে অবস্থান করা শ্রমিকেরা স্থানীয় একটি তামার খনিতে কাজ করতেন। খনিটি পরিচালনার দায়িত্বে রয়েছে চীনা প্রতিষ্ঠান এমএমজি লিমিটেড। বাস দুর্ঘটনার পর এ নিয়ে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

বিশ্বের তামা উত্তোলনকারী দেশগুলোর তালিকায় পেরুর অবস্থান দ্বিতীয়। লাস বামবাস দেশটির বড় তামার খনিগুলোর মধ্যে একটি। খনিটি কোতাবামবাস এবং পাশের একটি প্রদেশের মধ্যে পড়েছে।