শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চিনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ তোপ নাসার

News Sundarban.com :
মে ১০, ২০২১
news-image

নাসাকে টেক্কা দিতে মহাকাশে রাজত্ব করার স্বপ্নে বিরাট শক্তিশালী রকেট পাঠিয়েছিল চিন । নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশেই নষ্ট হয়ে যায় রকেট। পৃথিবীতে ধ্বংসাবশেষ আছড়ে পড়ার আশঙ্কায় উদ্বেগ ক্রমেই বাড়ছিল। রবিবারই ভারত মহাসাগরে মলদ্বীপের কাছে আছড়ে পড়ে সেটি। আর এরপর চিনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ তোপ দাগে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা ।

চিনের মহাকাশ অভিযান পরিকল্পনা নিয়ে নাসার তরফে সেনেটর বিল নেলসন বলেন, ‘মহাকাশে ধ্বংসস্তূপ গড়ছে চিন।

দায়িত্ব পালনে একেবারেই ব্যর্থ দেশ।’ তিনি আরও বলেন, ‘মহাকাশ গবেষণায় যুক্ত দেশগুলির অভিযান সম্পর্কে আরও সতর্ক হওয়া প্রয়োজন। মহাজাগতিক বস্তুর পৃথিবীতে প্রবেশ ও জনজীবনের উপর তাঁর প্রভাব, ঝুঁকির কথা ভেবেই অন্ততপক্ষে সকলের কাছে স্বচ্ছতা বজায় রেখে অপারেশন চালানো উচিত।’ চিন এসব কিছুই করেনি বলে অভিযোগ তাঁর।