শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জোকোভিচ ১৮তম গ্র্যান্ড স্লাম জিতে পৌঁছে গেলেন ফেদেরার ও নাদালের রেকর্ডের কাছে

News Sundarban.com :
মার্চ ৮, ২০২১
news-image

গ্র্যান্ড স্লামের নাম অস্ট্রেলিয়ান ওপেন। যেখানে পুরুষ একক মানেই যেন নোভাক জোকোভিচের হাতে শিরোপা। এবারও তা-ই হলো। আজ ফাইনালে রাশিয়ার দানিল মেদভেদেভকে একপেশে এক ম্যাচে গুঁড়িয়ে দিয়েই নবমবারের মতো বছরের প্রথম গ্র্যান্ড স্লামটির ট্রফি হাতে তুললেন পুরুষ টেনিসের ১ নম্বর খেলোয়াড় জোকোভিচ। ১৮তম গ্র্যান্ড স্লাম জিতে তাতে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের ২০ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডের আরেকটু কাছে পৌঁছে গেলেন সার্বিয়ান তারকা।

আজ মেদেভেদেভকে হারাতে মাত্র ১ ঘণ্টা ৫৩ মিনিটই লেগেছে ‘জোকার’ জোকোভিচের। ৭-৫, ৬-২, ৬-২ গেমে জিতেছেন। ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোনো একটি গ্র্যান্ড স্লাম আটবারের বেশি জিতলেন জোকোভিচ। ১৩ বার ফ্রেঞ্চ ওপেন জিতে যে রেকর্ডের মালিক স্পেনের রাফায়েল নাদাল।

সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম

রজার ফেদেরার ২০
রাফায়েল নাদাল ২০
নোভাক জোকোভিচ ১৮
পিট সাম্প্রাস ১৪
রয় এমারসন ১২

টানা তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জেতা জোকোভিচ কখনোই হারেননি বছরের প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে। ২০০৮ সালে জো-উইলফ্রিড সোঙ্গাকে হারিয়ে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জেতা জোকোভিচ এরপর ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০ সালেও জিতেছেন মেলবোর্ন পার্কে।

এবারের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালটা ৩৩ বছর বয়সী তারকা এত সহজে যে জিতে যাবেন, তা কেউ ভাবেনি। টুর্নামেন্টের মাঝপথে তো চোটের কারণে জোকোভিচের সরে দাঁড়ানোর শঙ্কাও তৈরি হয়েছিল। সেই চোটের সঙ্গে লড়াই করতে করতেই ফাইনালে উঠেছেন। অন্যদিকে মেদভেদেভ টানা ২০ ম্যাচ জিতেই এসেছিলেন রড লেভার অ্যারেনার ফাইনালে। কিন্তু জোকোভিচের ‘পাওয়ার টেনিসে’র কাছে পাত্তাই পেলেন না রাশিয়ার উঠতি তারকা। গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে দুবার ফাইনালে উঠে দুবারই রানারআপ ট্রফি নিয়ে বাড়ি ফিরতে হলো তাঁকে।

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মেদভেদেভকে হারানোর পর জোকোভিচ।