শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শুধু করোনা টিকা নয়, বাংলায় চালচোর-তোলাবাজ টিকাও লাগবে : নড্ডা

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৫, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: রাজ্য সফরে এসে করোনা করোনা টিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে বলেছেন টিকাকরণের ব্যবস্থা করুন। আমরা বলছি, বাংলায় ৬০ বছরের ঊর্ধ্বে সবাই বিনামূল্যে টিকা পাবেন।‘তোলাবাজি, চালচোরদের বিরুদ্ধেও টিকা লাগবে। বাংলায় আয়ুষ্মান ভারত, কিষাণ নিধির টিকাকরণ হবে। সবচেয়ে বেশি সন্ত্রাস, মানব পাচার বাংলাতেই হচ্ছে।

বাংলায় আয়ুষ্মান ভারতের টিকা, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি টিকাও দরকার। তোলাবাজির বিরুদ্ধেও টিকা দেওয়া হবে। চালচোরের বিরুদ্ধেও টিকা দেওয়া হবে। কাটমানির বিরুদ্ধেও টিকা দেওয়া হবে। কাটমানি, তোলাবাজি ও তোষণের বিরুদ্ধে টিকা দেবে বাংলার মানুষ। সবচেয়ে বেশি সন্ত্রাস, মানব পাচার বাংলাতেই হচ্ছে।

কখনও আপনি বেটি, কখনও দিদি। কিন্তু বাংলার মেয়েদের কী হাল! সবচেয়ে বেশি ধর্ষণ বাংলা। সবচেয়ে বেশি গার্হস্থ্য হিংসা হচ্ছে বাংলায়। আপনি বাংলার মেয়েদের কথা কোথায় ভাবছেন? বাংলায় মহিলারা সুরক্ষিত নন। চালচোর কে? আমি বলছি না, আপনারাই বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতিতে ভরা। আমরা আগামী দিনে সোনার বাংলা গড়বই’।

ব্যারাকপুরের জনসভায় বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন, ‘বাংলার মানুষ পরিবর্তন যাত্রাকে সমর্থন করেছেন। বাংলায় ক্ষমতায় আসবে বিজেপিই। প্রধানমন্ত্রী বাংলায় ৩ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন।বাংলায় ক্ষমতায় এলেই আয়ুষ্মান প্রকল্প চালু হবে। কেন্দ্রীয় সাহায্য থেকে বাংলার কৃষকরা বঞ্চিত।কিষাণ সম্মান নিধি প্রকল্পে বকেয়া টাকাও পাবেন কৃষকরা। বাংলায় উন্নয়নের কাজে বাধা আসবে।সেই বাধা দূর করতে চাই ডবল ইঞ্জিন সরকার।’কেন্দ্রে মোদীজির সরকার। এখানে ভারতীয় জনতা পার্টির সরকার চাই। ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে চা বাগানগুলিতে। শিক্ষা, স্বাস্থ্যের উন্নতির জন্য ওই টাকা দেওয়া হয়েছে।