শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কেন্দ্রীয় সরকার কৃষি আইন বাতিল করতে বাম ও কংগ্রেসের মিছিল ও বিক্ষোভ কর্মসূচী

News Sundarban.com :
ডিসেম্বর ২৯, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: কেন্দ্রীয় সরকারের কালা কৃষি আইন বাতিলের দাবিতে বারাসত ১নম্বর পশ্চিম খিলকাপুরের পেট্রোল পাম্প থেকে বারাসাতের কলোনী মোড় পর্যন্ত বাম ও কংগ্রেসের জোটের বিশাল প্রতিবাদ ধিক্কার মিছিল ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে। এই মিছিলে বিভিন্ন কৃষি সরঞ্জাম যেমন একাধিক ট্র‍্যাক্টর, গরুর গাড়ি নিয়ে হাজির হন প্রান্তিক কৃষক ও কৃষি শ্রমিকরা।

কৃষকদের এই আন্দোলন বিক্ষোভ কর্মসূচীকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রচেষ্টা বাম-কংগ্রেসের। কেন্দ্রীয় সরকার অবিলম্বে এই কৃষি আইন বাতিল করতে বাধ্য হয় তার জন্য সোচ্চার হন বিক্ষোভকারীরা।

রাজধানী দিল্লিতে চলা দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা কৃষকদের আন্দোলনকে আরও শক্তি যোগাতে বাম ও কংগ্রেসের যৌথ এই আন্দোলন শুরু হয়েছে দেশ জুড়ে। বাম-কংগ্রেস নেতৃত্ব সহ আন্দোলনকারীদের দাবি, আগামীদিনে এই আন্দোলন আরও বৃহত আকার ধারণ করবে, যদি কেন্দ্রীয় সরকার এই কৃষি আইন অবিলম্বে না বাতিল করে।