শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘ডক্টরস ডে’ তে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসকদের সম্মান জানালেন পুলিশ কর্মীরা

News Sundarban.com :
জুলাই ১, ২০১৮
news-image

ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন ১লা জুলাইকে ‘ চিকিৎসক দিবস’ বা ‘ন্যাশানাল ডক্টরস ডে’ হিসেবে পালন করা হয় সমগ্র ভারতবর্ষে।সেই মহাতম ব্যাক্তিত্ব কে স্মরণ করে ১লা জুলাই রবিবার  চিকিৎসক দিবসে চিকিৎসকদের হাতে ফুল মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানালেন দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং থানার পুলিশ কর্মীরা। বছরের ৩৬৫ দিন রুোগীদের কে পরিষেবা দেওয়ার জন্য নিয়োজিত রয়েছেন এই চিকিৎসকরা। আর এই কাজটি করলেন পুলিশ কর্মীরা, যারা নিজেরাও বছরের সবকটি দিন সবসময় সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে খেয়াল রাখেন।  চিকিৎসক দিবসে এই অকল্পনীয় অভিনব যুগলবন্দী দেখা গেল দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং মহকুমা হাসপাতালে।
উল্লেখ্য সারাবছর সাধারণ মানুষের চিকিৎসা পরিসেবার কাজে নিয়োজিত থাকেন সরকারি হাসপাতালের চিকিৎসকরারা, তেমনি সারা বছর ধরেই সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকেন পুলিশ কর্মীরা। শীত, গ্রীষ্ম, বর্ষা হোক বা পুজো পার্বণ সব সময়ই সাধারণ মানুষের পাশে থাকেন চিকিৎসক ও পুলিশ কর্মীরা। নিজেদের সুখ,দুঃখ ও নিজেদের পরিবারের সঙ্গ উপেক্ষা করেই এই মানব সেবার পেশার তাগিদে সাধারনের নিয়োজিত হন দু পক্ষই। এই দুয়ের যুগলবন্দীতে কার্যত নিজেদের অনেক বেশি নিরাপদ মনে করেন সাধারণ মানুষজন।  চিকিৎসক দিবসে তাই আরও একবার সেই যুগলবন্দী দেখল রাজ্যবাসী। ডক্টরস ডে’র দিনে চিকিৎসকদের হাতে ফুল মিষ্টি তুলে দিয়ে নজির গড়লেন ক্যানিং থানার পুলিশকর্মীরা।পুলিশ কর্মীদের এই উদ্যোগে ব্যাপক খুশি ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। ‘ডক্টরস ডে’ তে  এই সম্মান জানাতে পেরে খুশি ক্যানিং থানার পুলিশ কর্মীরাও।