শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৪০ বাক্স দেশলাইয়ের কাঠি দিয়ে এক অসাধারণ দুর্গাপ্রতিমা তৈরি পড়ুয়ার

News Sundarban.com :
অক্টোবর ২০, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  নদিয়া শান্তিপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র সৈকত সাধুখাঁ। বসবাস করেন শান্তিপুরেই। বাবার ছোট একটি চালের দোকান। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি শিল্প কর্মের প্রতি ঝোঁক রয়েছে তাঁর! শান্তিপুরে এধরনের কাজ শেখার খুব একটা জায়গা না থাকায়, নিজের আপন খেয়ালেই নারকেলমালা, কাগজ, শোলা, পোড়ামাটির নানান উপাদানে অলঙ্কার মা দিদিকে তৈরি করে দিত ছোট থেকেই।

এই বিষয়টি দেখে পড়শিরা অনেকেই উপযুক্ত পারিশ্রমিক দিয়ে মূল্য দিতেন শিল্পকর্মের। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে কিছু করার জন্য ৪০ বাক্স দেশলাইয়ের কাঠি দিয়ে এক অসাধারণ দুর্গাপ্রতিমা তৈরি করেছেন।
সূত্রের খবর, বারোশো কাঠির সমাহারে তৈরি করে অত্যন্ত খুশি তিনি। এই প্রতিমার পুজো হবে না জেনেও উপযুক্ত পারিশ্রমিক পেলে আগামিদিনে এ ধরনের পেশায় নিজেকে নিয়োজিত করে করবে বলে জানায় সৈকত।