শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমাদেরকে ট্রেনে উঠে হকারি করতে দিতে হবে, বিক্ষোভ বারাসাত স্টেশনে

News Sundarban.com :
অক্টোবর ১৯, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  লোকাল ট্রেন পুনরায় চালু করার দাবিতে বারাসাত স্টেশনে বিক্ষোভ দেখাতে বসলেন হকাররা। সোমবার স্টেশন মাস্টার এর ঘরের বাইরে প্ল্যাকার্ড হাতে নিয়ে হকাররা বিক্ষোভ দেখায়।
মূলত তাদের দাবি, যাত্রীসাধারণের সুবিধার্থে ও হকারদের সুবিধার্থে পুনরায় লোকাল ট্রেন চালু করতে হবে। বিক্ষোভের পর স্টেশন মাস্টারের কাছে তাদের লিখিত অভিযোগ নিয়ে ডেপুটেশন জমা দেন।

তাদের বক্তব্য, ট্রেন চালু করতে হবে। আমরা আটমাস ধরে অনাহারে দিন কাটাচ্ছি। এই হকারির ওপর সংসার নির্ভর করে। ট্রেন বন্ধ থাকায় সমস্যা বাড়ছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা বলেন, ট্রেন যদি না চালু করে তাহলে আমাদের মৃত্যুবরণ করতে হবে, আর এর দায়ী নিতে হবে রেল কর্তৃপক্ষকে। বাস চলছে।

বাসে গাদাগাদি করে মানুষ যাচ্ছে। তখন করোনা হচ্ছে না। আর ট্রেন চালালে করোনা হবে এটা আমরা মানতে পারছিনা। তাই আমাদের দাবি অবিলম্বে লোকাল ট্রেন চালু করতে হবে। আমাদেরকে ট্রেনে উঠে হকারি করতে দিতে হবে।