সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দিল্লি, নয়ডা ও উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বায়ু দূষণের জেরে জরুরি অবস্থা জারি

News Sundarban.com :
নভেম্বর ৩, ২০২৩
news-image

রাজধানী দিল্লি এবং নিকটবর্তী প্রধান শহর নয়ডা ও উত্তর প্রদেশের গাজিয়াবাদে বায়ু দূষণের জেরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাতাস এতটাই দূষিত (বিষাক্ত) হয়ে গেছে যে মানুষের চোখ জ্বালা করছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

শুক্রবার ভোর ৫টায় পরিসংখ্যান প্রকাশ করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এই তথ্য অনুসারে, দিল্লিতে একিউআই ৪৫৯ হয়েছে। নয়ডায় এই মাত্রা ৪১৮। সকালে গাজিয়াবাদের একিউআই রেকর্ড করা হয়েছে ৩৬৩-এ। বৃহস্পতিবার বিকেল ৫টায় দিল্লির গড় একিউআই ছিল ৪০২। এটি বায়ুর গুণমান সূচকের সবচেয়ে বিপজ্জনক স্তর হিসাবে বিবেচিত হয়। এদিন সকালেও এই মাত্রা অতিক্রম করেছে।