শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিদ্যুত পর্ষদের মুখ্য কার্যালয়ের গেটে তীব্র বিক্ষোভ

News Sundarban.com :
আগস্ট ১৮, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী, বাঁকুড়া: 

করোনা অতিমারি ও লকডাউনের সুযোগকে কাজে লাগিয়ে কয়লা,রেল, প্রতিরক্ষা শিল্প, ব্যাংক, বীমাসহ অন্যান্য রাষ্ট্রায়ত্তো ক্ষেত্রগুলির মতোই বিদ্যুত ক্ষেত্রকেও কর্পোরেটদের হাতে তুলে দিতে মোদী সরকার ১৭ই এপ্রিল,২০২০ এনেছেন বিদ্যুত সংশোধন বিল,২০২০ যার মোদ্দা কথাই হচ্ছে গত ৭০ বছরে তৈরী হওয়া এই রাষ্ট্রীয় সম্পদের বণ্টনের দায়িত্ব তুলে দেওয়া হবে কর্পোরেটদের হাতে, থাকবে না ক্রশ সাবসিডির মাধ্যমে গরীব ও প্রান্তিক মানুষের স্বল্প মূল্যে বিদ্যুত পাওয়ার কোন অধিকার আর তারাই খুশীমতো স্থির করতে পারবে ইউনিট পিছু বিদ্যুতের দাম।

– এর বিরুদ্ধে এবং এই সর্বনাশা বিল প্রত্যাহারের দাবীতে দেশের বিদ্যুতে ক্ষেত্রের শ্রমিক,কর্মচারী ও অফিসারদের সব কটি সংগঠনই আজ ডাক দিয়েছিলেন দেশজুড়ে শক্তিরক্ষা দিবস তথা প্রতিবাদ দিবস পালনের সেই আহ্বানের সাথে সঙ্গতি রেখেই আজ বাঁকুড়া লালবাজারে পঃবঃ বিদ্যুত পর্ষদের মুখ্য কার্যালয়ের গেটে তীব্র বিক্ষোভ দেখালেন পঃবঃ বিদ্যুত পর্ষদ ওয়ার্কসম্যান্স ইউনিয়নের নেতৃত্বে বিদ্যুতে কর্মীরা। ঐ বিক্ষোভ সমাবেশ ইউনিয়নের জেলা সম্পাদক প্রদীপ মন্ডল, অন্যতম নেতা দামোদর কুন্ডু ছাড়াও বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা প্রতীপ মুখার্জী ও উজ্জ্বল সরকার। – বক্তারা এই সর্বনাশা প্রচেষ্টার প্রতিরোধে এগিয়ে আসার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।