বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সমাজ সচেতন মূলক কাজ করার লক্ষ্যে ঊষার আলো নন গভর্মেন্ট অর্গানাইজেশন

News Sundarban.com :
আগস্ট ১৫, ২০২০
news-image

ঝোটন রয়, নামখানা:

আজ ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করল ঊষার আলো নন গভর্মেন্ট অর্গানাইজেশন। নামখানা ব্লকের ছয় মাইল বাস স্টপিজে এই স্বাধীনতা দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজু মন্ডল, অশোক নস্কর, পুলকেশ কামিলা, উপস্থিত ছিলেন দেবাশিস মন্ডল, প্রীতম মন্ডল, রনজিত দাস, নীলাঞ্জন দাস, হরিপদ দোলুই সহ ঊষার আলো নন গভর্মেন্ট অর্গানাইজেশনের অন্যান্য সদস্যবৃন্দ। পতাকা উত্তোলন করে সবাই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এই প্রসঙ্গে ঊষার আলো নন গভর্নমেন্টের সদস্য রাজু মন্ডল বলেন, আজ থেকে আমাদের পথচলা। আমরা নিজেদের হাত খরচ বাঁচিয়ে কিভাবে সমাজ সচেতন মূলক কাজ করা যায় সেটা আমাদের মূল লক্ষ্য। এই কাজে সবাই আগ্রহ হয়েছে। তাই আজ এই দিনটাকে মাথায় রেখে আমরা 200 টি পরিবারকে মাস্ক ও সাবান বিতরণ করেছি। এবং আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া পাঁচটি পরিবারকে তেল, নুন, সোয়াবিন, বিস্কিট, ধুপ ইত্যাদি দিয়ে সাহায্য করেছি।

এই প্রসঙ্গে আরেক সদস্য অশোক নস্কর বলেন, এই করোনার প্রকোপে মাস্ক এবং সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে আজ আমরা ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করলাম।