সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাকদ্বীপ অফিস চত্বরে ২০০ টি দরিদ্র গৃহ রক্ষক পরিবার পেল রেশন আইটেম

News Sundarban.com :
আগস্ট ৭, ২০২০
news-image

কাকদ্বীপ: সেবা ভারত পাবলিক ট্রাস্ট (একটি খ্রিস্টান মিশনারি সংস্থা) এবং লেথা চ্যারিটেবল ট্রাস্ট সুন্দরবন পুলিশ জেলার সহযোগিতায় এসডিপিও, কাকদ্বীপ অফিস চত্বরে ২০০ টি দরিদ্র গৃহ রক্ষকদের পরিবারকে রেশন আইটেম বিতরণ করেছে (২৫ কেজি চাল, ২ কেজি সর্ষের তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি সয়াবিন, ১০ টি সাবান, হলুদ, চা মশলা ইত্যাদি)। সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শ্রী রাকেশ সিং, এসডিপিও, কাকদ্বীপ শ্রী অনিল কুমার রায়, ডি.এস্.পি ট্রাফিক শ্রী অজয় দে, সি.আই কাকদ্বীপ শ্রী শুভব্রত ঘোষ, হারউড পয়েন্ট কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধীকারিক শ্রী কৃষ্ণেন্দু বিশ্বাস, মিঃ মিখা রায়খা, পূর্ব জোনাল পরিচালক, মিঃ প্রশান্ত সরকার, সেবা বিকাশ পাবলিক ট্রাস্টের পশ্চিমবঙ্গ রাজ্য সমন্বয়কারী, মুক্তি মিশন কল্যাণ ট্রাস্টের পরিচালক শ্রী শ্যামা পদ পাত্র, ডা. এন. কে. রায় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) এবং অন্যান্য বিশিষ্ট জনেরা এনজিও কে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন এবং কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের নিয়মাবলী মেনে চলতে অনুরোধ করেন। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী বৈভব তিওয়ারি, আইপিএস, এটির খুব প্রশংসা করেছেন।