শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পাঁচ দিনে মেট্রো রেলে যাত্রী হয়েছে ২০ লক্ষের ওপর

News Sundarban.com :
অক্টোবর ৮, ২০১৭
news-image

এ বছর পুজোর পাঁচ দিনে মেট্রো রেলে যাত্রী হয়েছে ২০ লক্ষের ওপর। পাতালে হয়েছে লক্ষ্মীলাভও৷ ২০১৬-র পুজোর মাসে কলকাতায় মেট্রো রেলের আয় হয় ১৮ কোটি ৬২ লক্ষ টাকা। ২০১৭-র পুজোর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৪ লক্ষ টাকা।
এবছর পুজোয় সবথেকে বেশি লাভ করেছে মেট্রো রেল। সারা বছর মেট্রো নিয়ে হাজারো অভিযোগ থাকলেও পুজোয় কোনও সমস্যাই হয়নি। সমস্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছিল কর্তৃপক্ষ। তবে অপারেটিং রেশিও বাড়তে থাকায় ইতিমধ্যেই মেট্রোর ভাড়া বাড়ান নিয়ে রেলবোর্ড ও মন্ত্রীর কাছে চিঠি দিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো সূত্রের খবর, ২০১৬তে মেট্রোর যাত্রী ছিল ১৭৯. ৮৩ লক্ষ। এ বার এখন পর্যন্ত সংখ্যাটা প্রায় ১৯৭ .১২ লক্ষ। পুজোর পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমীতে যাত্রী ছিল যথাক্রমে ৮ লক্ষ ৭৮ হাজার, ৭ লক্ষ ৯৫ হাজার ও ৬ লক্ষ ৬৮ হাজার। অষ্টমী ও নবমীতে সংখ্যাটা হয় ৫ লক্ষ ৫১ হাজার ও ৭ লক্ষ ৫৭ হাজার। পুজোয় মেট্রোর সংখ্যাও বাড়ান হয়েছিল। অষ্টমী ও নবমীতে বৃষ্টি থাকলেও লোকজনের ভিড় ছিল সর্বাধিক।