মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁকুড়া শহরে করোনা আক্রান্ত ইতিমধ্যেই ৩৪ জন

News Sundarban.com :
জুলাই ২৯, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী, বাঁকুড়া:

বাঁকুড়া শহরে ইতিমধ্যেই ৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। শহরের কেন্দুয়াডিহি,কুচকুচিয়া,লালবাজার,পুলিশ লাইন,নুতনচটি, পুলিশ আবাসনে, বাঁকুড়া কোতয়ালী থানায় করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। ।এদিকে,করোনা আক্রান্ত হওয়ার খবর মিললেই আক্রান্ত রোগীর সংস্পর্শ আসা লোকজনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে নেমে পড়েছে বাঁকুড়া পুরসভার মেডিকেল টিম।

শহরের কেন্দুয়াডিহি এলাকার ক্ষুদিরাম সরণিতে এক নার্সিং স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় ওই পাড়ায় করোনার লালা রস সংগ্রহ করে পরীক্ষায় পাঠায় পুরসভার কোভিড মেডিকেল টিম। বড়োদের পাশাপাশি শিশুদেরও নমুনা সংগ্রহ করা হয় এদিন। বাঁকুড়া পুর সভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন মহাপ্রসাদ সেনগুপ্ত জানান আজ শহরের ক্ষুদিরাম সরণির পাশাপাশি লালবাজার ও কুচকুচিয়াতেও লালারসের নমুনা সংগ্রহ করা হয়।পৌর এলাকায় সংক্রমণ রুখতেই সতর্কতা মূলক এই ব্যাবস্থা বলে মহাপ্রসাদ বাবু জানান।