শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা আতঙ্ক এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করলেন মন্ত্রী পুত্র মোস্তাক আহমেদ

News Sundarban.com :
মে ৪, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার,ক্যানিং –

তৃতীয় পর্যায়ের লকডাউন শুরু হতেই ভাঙড়ে বিভিন্ন যায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করতে শুরু করলেন ভাঙড়ের বিধায়ক তথা মন্ত্রী রেজ্জাক মোল্ল্যার পুত্র জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ।
ভাঙড়ে ঢুকে পড়েছে মারণ ভাইরাস করোনা। ভাঙড়ের বামনঘাটার এক গৃহবধূর শরীরে মিলেছে করোনা ভাইরাস। ওই গৃহবধূর বাপের বাড়ি ব‍্যাওতা অঞ্চলের ধর্মতলা পাঁচুড়িয়াতে।করোনা আক্রান্ত ওই এলাকার কয়েকশো অসহায় মানুষের হাতে রবিবার খাদ্য সামগ্রী তুলে দিতেমৃত্যুভয় উপেক্ষা করে ছুটে যান তরুণ তুর্কি নেতা মোস্তাক আহমেদ। ব‍্যাওতা ২ নাম্বার অঞ্চলের ধর্মতলা পাঁচুড়িয়ার ব্রাহ্মণ পাড়ায় কয়েকশো মানুষের হাতে চাল,আলু ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন মন্ত্রী পুত্র তথা জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ।এদিন তিনি দলীয় অনুগামীদের পাশে নিয়ে এলাকার মানুষ কে করোনা নিয়ে সচেতন ও করেন।পাশাপাশি সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারও করেন। এ বিষয়ে তিনি বলেন, ”বর্তমানে দেশ তথা রাজ‍্য একটা সংকটময় পরিস্থিতির উপরে দাঁড়িয়ে এমতাবস্থায় দিন আনা দিন খাওয়া মানুষ গুলি আজ সমস্যায় জর্জরিত।আর সেই কারণেই প্রতিনিয়ত তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি,বিভিন্ন গ্রামে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছি।”