শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে তিন খণ্ডে ভাগ গেছে যাত্রীবাহী বিমান

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৬, ২০২০
news-image

তুরস্কের ইস্তাম্বুলের একটি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে তিন খণ্ডে ভাগ গেছে একটি যাত্রীবাহী বিমান। এ সময় বিমানটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ১২০ আরোহী। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৈরী আবহাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে বুধবার এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিবিসি ও এএফপির।

তুরস্কের টেলিভিশনে সরাসরি সম্প্রচারে দেখা গেছে, বিধ্বস্ত বিমান থেকে আতঙ্কিত আরোহীদের নামিয়ে আনা হচ্ছে। অনেকে বিমানের ডানার ওপর দিয়ে বের হয়ে আসেন। দেশটির পরিবহনমন্ত্রী মেহমেত কাহিত তুরহান জানিয়েছেন, এ দুর্ঘটনায় কেউ প্রাণ হারাননি।

বৈরী আবহাওয়ার মধ্যে ইস্তাম্বুলের সাবিহা গোটসেন বিমাবন্দরে অবতরণ করে বিমানটি। তুরস্কের স্বল্প বাজেটের পেগাসাস এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ মডেলের বিমান এটি। এতে ১৭১ যাত্রী ও ছয় ক্রু ছিলেন। এর মধ্যে ১২ জন শিশু। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ইজমির থেকে ছেড়ে আসে বিমানটি। ইস্তাম্বুলের মেয়র আলি ইয়েরলিকায়া বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হলেও কেউ মারা যাননি।

 

আরও দেখুন