সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

 অসম্ভব ঘটনা, মায়ের গর্ভেই ‘গর্ভবতী’ নবজাতক কন্যা

News Sundarban.com :
নভেম্বর ২৯, ২০১৯
news-image

এমন অসম্ভব ঘটনা ঘটেছে কলম্বোর মামাজ লেটিনস হাসপাতালে। সেখানে মায়ের সদ্যোজাত কন্যা জন্মেছেই গর্ভ নিয়ে! জন্মের সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় সার্জিক্যাল সেকশনে। অপারেশন করে বাদ দেয়া হয় তার গর্ভস্থ ভ্রূণ।

চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুর জন্মের দুই মাস আগে মায়ের আল্ট্রাসাউন্ড পরীক্ষায় দেখা গেছিল, শরীরে দুটি আমবিলিক্যাল কর্ডস রয়েছে। তার একটি ভ্রূণের গর্ভের সঙ্গে যুক্ত থাকায় মায়ের গর্ভে থাকাকালীনই গর্ভবতী হয়ে পড়ে সন্তান! যা সত্যিই বিরল। জন্মের পরেই তাই সদ্যোজাতের পেট থেকে বের করে আনা হয় ভ্রূণটিক। যা অপরিণত অবস্থায় ছিল। মা তার ‘বিষ্ময়’ সদ্যোজাত কন্যার নাম রেখেছেন Itjhmara. হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটি এখন ভালো আছে। শারীরিকভাবে একদম ফিট। এবং ভবিষ্যতে এই অস্ত্রোপচারের জন্য তাকে কোনো ভোগান্তি পোয়াতে হবে না।-এনডিটিভি