শুক্রবার, ১২ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাবানলে জ্বলছে পূর্ব কানাডা, ১৫০টি বাড়ি পুড়ে ছাই

News Sundarban.com :
জুন ৯, ২০২৩
news-image

কানাডার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত আমেরিকা, ভয়ংকর দাবানলে জ্বলছে পূর্ব কানাডা। পূর্ব কানাডা গত সপ্তাহের শেষের দিকে ১৫০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে কয়েক হাজার কিলোমিটার দূরের আকাশেও। ধোঁয়া মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় অংশের আকাশেও চলে গেছে। এতে দেশটির বিভিন্ন জায়গায় বায়ুদূষণ অসম্ভব বেড়ে গেছে।

কিছুদিন ধরেই কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে আসছিল। কিন্তু এখন কুইবেকে দাবানল থেকে যে ধোঁয়া ছড়াচ্ছে, তা খুবই ক্ষতিকর বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া-সহ বিশাল এলাকায় ধোঁয়া ছড়িয়েছে। স্কুলগুলোতে অনলাইন ক্লাস শুরু করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার ২৬০০টি ফ্লাইট এই ধোঁয়ার জন্য দেরিতে ছেড়েছে। বাতিল হয়েছে অনেক ফ্লাইট। নরওয়ের বিজ্ঞানীরা বলছেন, সেখানে এই ধোঁয়া আসতে পারে। দাবানল সাধারণত কানাডার পশ্চিম দিকে হয়। তবে এবার হয়েছে পূর্ব দিকে। নোভা স্কটিয়া, কুইবেক, অন্টারিওতে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর ফলে যুক্তরাষ্ট্রে এত বিপুল পরিমাণ ধোঁয়া যাচ্ছে।